স্টিভ ওয়াহ স্বার্থপর ক্রিকেটার : ওয়ার্ন


রাপ্র ডেস্ক:  অস্ট্রেলিয়ার সফল অধিনায়কের তালিকায় নাম আছে স্টিভ ওয়াহর। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি। ওই দলের এবং দীর্ঘদিন ধরে স্টিভের সাথে খেলার রেকর্ড রয়েছে কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের। সেই ওয়ার্নই স্টিভ ওয়াহকে নিজ ক্যারিয়ারে দেখা সবচেয়ে বড় স্বার্থপর ক্রিকেটার হিসেবে অভিহিত করলেন!

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যার ক্যাপশনে লেখা, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৪টি রান আউটের সাথে জড়িত ছিলেন স্টিভ। এর মধ্যে ৭৩বার রান আউট হয়েছেন স্টিভের পার্টনার। এখানে সেইসব দুর্ভাগাদের ভিডিও।’

ওই ভিডিও রিটুইট করে ওয়ার্ন লিখেন, ‘রেকর্ডের কারণে হাজার বার বলছি, আমি স্টিভকে ঘৃণা করি না। তবে সে খুবই স্বার্থপর ক্রিকেটার ছিল। সম্প্রতি আমার পছন্দের সেরা অস্ট্রেলিয়ান দলে তাকে নেয়া হয়েছে। কিন্তু আমি যতজনের সাথে খেলেছি, তাদের মধ্যে স্টিভ সবচেয়ে বেশি স্বার্থপর ক্রিকেটর।’

গত ৩০ মার্চ অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা একাদশ বাছাই করেন ওয়ার্ন। ওই একাদশের অধিনায়ক অ্যালান বোর্ডার। সেই দলে স্টিভ ওয়াহও আছেন। ইনস্টাগ্রামের মাধ্যমে, নিজের সেরা দল বাছাই করেন ওয়ার্ন। স্টিভকে নিয়ে এই স্পিন কিংবদন্তি আরও বলেন, ‘ম্যাচ জয়ের চেয়ে ম্যাচ বাঁচানোতেই বেশি পারদর্শী ছিলেন স্টিভ।’