ডাসকো’র তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে রোড শো অনুষ্ঠিত


মোহনপুর প্রতিনিধি: নাটোরের, লালপুরে ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন, বিএমজেড ও নেটজ্ বাংলাদেশ এর  আর্থিক ও কারিগরি সহযোগিতায়, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। “ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালপুর উপজেলায় দিনব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
 নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল ১০:০০ টায় লালপুর উপজেলা পরিষদ চত্বরে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে রোড শো এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী।
রোড শো টি উপজেলা পরিষদ চত্বর থেকে দুয়ারিয়া ইউনিয়ন পরিষদ , কলস নগর কলেজ, কলেজ নগর স্কুল, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, প্রাণিসম্পদ অফিস, লালপুর পাবলিক লাইব্রেরী, লালপুর বিদ্যুৎ অফিস, লালপুর গার্লস হাই স্কুল, লালপুর থানা, লালপুর ইউনিয়ন পরিষদ, দুড়দুরিয়া ইউনিয়ন পরিষদ প্রদক্ষিণ করে, লালপুর থানার সামনে এসে শেষ হয়।