নলডাঙ্গায় প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন


নাটোর প্রতিনিধি :  নাটোরে নলডাঙ্গায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ ডাকবাংলো মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয় এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রাণি প্রদর্শনী অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা  নলডাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ রকিবুল হাসান সুজন,নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুস সোবহান প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফ জামান ফারুক, নলডাঙ্গা প্রেসক্লাব সভাপতি ডা মুজিবর রহমান , বিপ্র বেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাজাহান আলী প্রমুখ।
প্রাণী প্রদর্শনীতে স্টল বিভিন্ন জাতের গাভী, ষাঁড়,মহিষ, ছাগল, মুরগী, কবুতর, পাখি, গাঁড়ল, ভেড়াসহ বিভিন্ন ধরনের প্রাণী প্রদর্শন ছিল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।