পুঠিয়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সোহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকালে পুঠিয়া উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে প্রেসক্লাবের সভাপতি বিজয় ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক এমপি মুক্তিযুদ্ধা অধ্যাপক আবুল হোসেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী, পুঠিয়া পৌরসভার ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন, শিক্ষক আবুল কালাম আজাদ, সাংবাদিক আরিফ সাদাত (দৈনিক নয়াদিগন্ত), মোঃ শাহনেওয়াজ (দৈনিক আজকের পত্রিকা), মোহাম্মদ আলী (দৈনিক যায়যায়দিন), জামাল দিন সুমন (নুতুন প্রভাত), আমিরুল রুমি (বাংলাদেশ বার্তা), মিলন সরকার, আকাশ ঘোষ (সোনার দেশ), নজমুল ইসলাম ঠান্টু (রাজশাহী প্রতিদিন), নাহিদ হাসান, ইমন আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।

মানববন্ধন সঞ্চালনা করেন পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বজলুর রশিদ এবং স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সোহানুর রহমানের পিতা মোঃ আনোয়ার হোসেন।

উল্লেখ্য, রাজশাহীর পুঠিয়ার সৈয়দপুরে ঈদ মাঠ সাজানোর বিষয়কে কেন্দ্র করে একই গ্রামের দুই গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছে। শনিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ঈদের নামাজ শেষে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সৈয়দপুর বাজার ঈদগাঁ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন বক্তব্য দেওয়ার সময় আলম সরদার বাধা দেয়। সে সময় জিন্না হাজীর ছেলেরা সহ কয়েকজন হট্টগোল শুরু করে, সে সময় শান্ত, ফাইম, জয় সহ কয়েকজন কে মারধর করে। তারপর সবাই চলে যায়।

তারপর সাংবাদিক সোহানুর রহমান বাজারে যাওয়ার সময় তাকে অর্তকিত ভাবে মারধর করে পায়ের হাটু ভেঙ্গে দেয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর দফায় দফায় একই গ্রামের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘষের ঘটনা ঘটে। এতে কয়েক জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- সাংবাদিক সোহানুর রহমান (২২), ঈমন (২৫), হৃদয় (২২), নাজিম (৫৫), তুফান (৫৫), সেলিম (৩০), ফজলুর রহমান (৫৫) সবুজ (৩৪) এবং রকি (১৯) আহত হয়। তাদেরকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।